আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, দেলোয়ার হোসেন, আসলাম সরকার ও বজলুল হক মন্টু।
উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিনা ভোটের সরকার জোর করে ক্ষমতায় আসার পর বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খায়েশে খুন, গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা করেই আসছে। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশী নেতাকে এই সরকার গুম করেছে। খুন করেছে আরো হাজার হাজার নেতাকর্মীকে। গুমকৃত ব্যক্তিদের আজ পর্যন্ত কোন হদিস মেলেনি। গুমের প্রতিটি পরিবার আজও গুমরে গুমরে কাঁদছে। গুম হওয়া পরিজনদের হয় জীবিত না হয় মৃত ফেরত পাওয়ার আসায় বছরের পর বছর প্রহর গুনলেও আজ অবধি কারো খবর দিচ্ছেনা এই ফ্যাসিস্ট সরকার।
তিনি আরো বলেন, এই সরকার শুধু নেতাকর্মীদের গুম ও খুন করেই ক্ষ্যান্ত নয়। নিত্যপন্যসহ সকল পন্যের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দেশকে মেধাশূন্য করতে শিশু খাদ্যের মূল্য বৃদ্ধিসহ শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিন খেলছে। শুধু তাইনয় আগামী বছরের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ন্যায় করার আনন্দে বিভর হয়ে আছে। কিন্তু জনগণ আর ২০১৮ সাল মার্কা নির্বাচন হতে দেবেনা। যেকোন মূল্যে এই সরকারকে বিতারিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করবে বিএনপি। আর এই ব্যবস্থা করতে সরকার পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনে সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণকে অংশগ্রহন করার আহ্বান জানান প্রধান অতিথি।