পত্নীতলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জ্বালানী তেল, পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ৫টায় থানা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড ধামইরহাট রোডের কাঁচাবাজার সংলগ্ন উক্ত বিক্ষোভ প্রতিবাদ সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির বিন আজগর, জেলা বিএনপির নেত্রী সীমা চৌধুরী, নজিপুর পৌসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হামিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম বেগম শেফা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, থানা বিএনপি অন্যতম নেতা ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, জেলা ছাত্রদল নেতা রুবেল হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, নজিপুর পৌর বিএনপি নেতা এ.জেড মিজান, নজিপুর পৌর বিএনপি নেতা শামীম রেজা, পাটিচরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সামাদ, আকবরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মন্ডল জুয়েল, থানা যুবদল নেতা বায়োজিদ রায়হান শাহীন, শাহীন হোসেন শিবু, থানা ছাত্রদলের আহবায়ক ফরিদুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জোবাইর ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা সদর নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়ন হতে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।