ফরিদপুরে কৃষকদলের কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ
কৃষকদের সাথে প্রতারণার রাজনীতি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরে কৃষক দলের এক সমাবেশে বক্তাগণ বলেছেন, কৃষকদের সাথে প্রতারণার রাজনীতি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। কৃষক তার ধান-পাটের ন্যায্য মূল্য পায়না অথচ বাজারে চালের দামে উর্ধ্বগতি। সার কীটনাশক সহ কৃষিপণ্যের দাম আকাশচুম্বী। ঘুষ ছাড়া আজ চাকরি হয়না।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারীর জয়নগরে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বোয়ালমারী উপজেলা কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে সমাবেশের আয়োজক হিসেবে ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সমাবেশে বক্তাগণ অভিযোগ করে বলেন, সরকার তার নিজস্ব লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আবারো ভোট কেটে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাই গণবিপ্লব ছাড়া কোন নির্বাচন হবেনা৷ বর্তমান লাগাতার কর্মসূচির পর শুরু হবে আসল লড়াই। আমরা এই সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবো। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটেই বিএনপি আবার ক্ষমতায় আসবে।
তারা বলেন, সরকার বলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু এটি সত্য নয়। আসলে গত ১৪ বছর যাবত তাদের দুর্নীতি ও টাকা পাচারের কারণেই দ্রব্যমূল্য বেড়ে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সাধারণ জনগণ এখন ভালো নেই। ভালো আছে সরকারের মন্ত্রী, এমপিরা। কৃষকেরা আজ দারিদ্রসীমার নিচে অবস্থান করছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল এসএম ফয়সাল, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, সহ-দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সামসুদ্দিন ঝুনু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ,মহানগর যুবদলের সাধারন সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ প্রমুখ।
সভা শেষে এক হাজার কৃষকের মাঝে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। এসময় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, সদস্য ফারুকুর রহমান সেন্টু, আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, আজম খান, মোস্তাক হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনান, জেলা মহিলা দলের সভাপতি নাজনিন রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ উপস্থিত ছিলেন।#