দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টেকনাফ বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫৫ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদ্যুৎ গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফ উপজেলা বিএনপি।
গতকাল সোমবার (২৯ আগস্ট) কক্সবাজার জেলা বিএনপি'র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যড. শামীম আরা স্বপ্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।