সীতাকুণ্ড উপজেলা বিএনপির বাড়বকুণ্ড মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সীতাকুণ্ড উপজেলার বিএনপির উদ্যেগে আজ মঙ্গলবার দুপুর ৩টায় নিত্যপন্য লাগামহীন বৃদ্ধি ও তেল, গ্যাস, বিদুৎ এর প্রতিবাদে এবং আসলাম চৌধূরীর মুক্তি, সকল বিএনপির নেতা কর্মিদের মিথ্যা মামলা প্রত্যহার দাবীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোঃ শহাজানের উপস্থিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাজার হাজার মানুষের ঢল।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যেগে ৩০ আগষ্ট বাড়বকুণ্ড ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার বিকাল ৩টা বিশাল বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মহাসমাবেশে নেতৃত্বদেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাকেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী সাবেক এমপি মোঃ শাহাজান প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এম এ হালিম ও কাজী সালাউদ্দীন, কৃষক দলের কেন্দ্রি কমিটির সহ সাংঘঠনিক সম্পাদক বদরুল আলম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমমুদ চৌধূরী ও জয়নাল আবেদীন দুলাল, ইউছুফ নিজামী, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্জ সামসুদোহা, ফকরুল ইসলাম, ইদ্রিছ মিয়া মনি, নুরুল ইসলাম মেম্বার, আলমগীর মেম্বার, বদরুল ইসলাম, সেলিম উদ্দীন রানা, শেখ শাহাব উদ্দীন, খোরশেদ আলম, জাকির হোসেন, ছালে আহম্মদ ছলু, আকবর হোসেন জসিম, ফজলুল করিম চৌধূরী, মহিউদ্দীন, কাজী এনামুল হক, মোঃ শাহেদ, আলি নেওয়াহ মামুনসহ প্রমূখ।