আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবসে রংপুর মহানগর বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গুম খুনের কারনে শেখ হাসিনা সরকারের বিচার এই বাংলার মাটিতেই হবে। মানবতা বিরোধী অপরাধের জন্য কেউ রেহাই পাবেনা। বিএনপির নেতৃত্বে জনগণ খুব শিঘ্রেই এই জালেম সরকারকে ক্ষমতা থেকে অপসারিত করবে। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। তাই দেখে ভয় পেয়ে সরকার তাদের সন্ত্রাসী দিয়ে বিএনপি সহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী দের বাসা বাড়ীতে হামলা চালাচ্ছে। পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। কিন্ত তারপরেও তাদের আর শেষ রক্ষা হবেনা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যায়ের সমানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন মহানগর নেতৃবৃন্দ। মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর কমিটির সদস্য কাওছার জামান বাবলা, মোঃসুলতান আলম বুলবুল, মীর্জাবাবার বাবলু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, তাঁতী দলের আহ্বায়ক সাহেদ ইকবাল জাসাসের সদস্য সচিব রাসু প্রমুখ।