গুম, খুন, হামলা মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যতদিন পর্যন্ত সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এই সরকার বিএনপি নেতাকর্মীদের গুম করে তাদের নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। বিনা ভোটের সরকারের পায়ের নিচে মাটি নেই বুঝতে পেরে গুম খুন করে যাচ্ছে। এখন আর এই গুম, খুন আর হামলা-মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি আরো বলেন, বিএনপি নেতাদের যত গুম ও নির্যাতন করা হোক না কেন আগামী দিনে সরকার পতন করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনত থেকে নামিয়ে আনতে হবে। তাই এই সরকারকে আর কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সাথে রাজপথে থাকার আহ্বান জানান।
“ফিরিয়ে দাও আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শহরের স্টেশন রোডে দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিন, মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি সীফউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।