সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পিএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:০৭ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জ্বলানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে হত্যা, গুম দিবস ও সারাদেশে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটে সমাবেশের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক আইনজীবী অংশ নিয়ে জ্বলানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে গ্রেফতার, গুম দিবস ও নির্যাতনের প্রতিবাদ জানায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান। বিএনপির সম্মানিত আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চলনায়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সুপ্রিম কোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন, সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, শামীমা সুলতানা দিপ্তী, সুপ্রীম কোর্ট বারের সহ সম্পাদক মাহবুবুর রহমান খান , রফিকুল ইসলাম মন্টু,সুজা, কে আর খান পাঠান, শেখ শিমুল, মো: মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম, প্রমুখ।
ফজলুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী ২০২৩ সালে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে ফিরে আসবেন। তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা যা বলে মিথ্যা বলে।
জ্বলানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায়পুলিশ কর্তৃক গুলি করে হত্যা, গুম দিবস ও সারাদেশে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটে সমাবেশের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক আইনজীবী অংশ নিয়ে জ্বলানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে গ্রেফতার, গুম দিবস ও নির্যাতনের প্রতিবাদ জানায়।
আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চলনায় গাজী কামরুল ইসলাম সজল বলেন, স্বৈরাচার হাসিনার দিন শেষ হয়ে গেছে। হাসিনা কে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এড. আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সুপ্রিম কোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন, সুপ্রীম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, শামীমা সুলতানা দিপ্তী, সুপ্রীম কোর্ট বারের সহ সম্পাদক মাহবুবুর রহমান খান , রফিকুল ইসলাম মন্টু,সুজা, কে আর খান পাঠান, শেখ শিমুল, মো: মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম, প্রমুখ।
ফজলুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী ২০২৩ সালে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে ফিরে আসবেন। তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা যা বলে মিথ্যা বলে।