আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ মঙ্গলবার যশোর জেলায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে খুন-গুমের শিকার স্বজনহারা পরিবারের সদস্যরা এই কর্মসূচীতে যোগ দিয়ে আবেগঘণ বক্তব্য রাখেন।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।