ছাগলনাইয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ এএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৫১ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
দ্রব্যমূল্যের উদ্ধগতি ও ভোলায় নেতাকর্মী হত্যার প্রতিবাদে আজ ৩০ আগষ্ট মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাগলনাইয়া উপজেলা বিএনপি।
এতে উপস্থিত ছিলেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটেয়ারী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র আলমগীর বিএ, ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধাররণ সম্পাদক পায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল কাদের জিলানী, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।