সাতকানিয়ায় বিএনপি’র গণমিছিলে দফায় দফায় পুলিশী বাঁধা ও হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ এএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫০ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সাতকানিয়া বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া উপজেলা-পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গণ-মিছিলে নেতাকর্মী ও সাধারণ আমজনতা গাড়ীতে করে আসার পথে সাতকানিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গাড়ী তল্লাশী, দফায় দফায় পুলিশী বাঁধা ও নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়।
এতে আহত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ মহিউদ্দিন, এম সোহেল রানা সওদাগর, মুহাম্মদ হেলাল উদ্দিন, যুবদল নেতা নাজমুল হাসান সম্রাট, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শাহাজান, ছাএদল নেতা মোহাম্মদ মিনহাজ, নাজিম উদ্দীন, জমির উদ্দিন সহ ২০-৩০ জন আহত হয়।
সাতকানিয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশী বাঁধা ও হামলা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।