গয়েশ্বর রায়ের বাড়িতে হামলা, বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ এএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৭ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
গতকাল সোমবার (২৯ আগস্ট) রাত পৌনে আটটায় কেরানীগঞ্জ (দক্ষিণ) কোন্ডা উপজেলার মির্জাপুর গ্রামে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বর্বরোচিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে বলেই দেশব্যাপী সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ ও হামলা শুরু করেছে। বাবু গয়েশ^র চন্দ্র রায় সত্য উচ্চারণে নির্ভিক বলেই তাঁর কন্ঠরোধ করতে আজ তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় নজীরবিহীন ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে এখন রক্তের হোলিখেলা চলছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এই সরকার বিএনপি-কে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনের অংশ হিসেবেই আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বের চন্দ্র রায়ের বাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুর চালানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, রক্ত ঝরানো ছাড়া এই সরকারের আর কিছু করার নেই। কারণ সারাদেশকে তারা ফতুর করে দিয়েছে। নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা দেশকে গণতন্ত্রশুণ্য করেছে, আর সেজন্য দেশ থেকে বিরোধী দলকে মুছে ফেলার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার উদ্দেশ্যই হচ্ছে সমাজের মধ্যে আতঙ্ক তৈরী করা, যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ করার সাহস না পায়। সে কারণেই সরকার বিএনপি'র বিরুদ্ধে সরকারদলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীকে জল্লাদের মতো ব্যবহার করছে। তবে হামলা চালিয়ে ও রক্তপাত ঘটিয়ে ভীতি সৃষ্টির মাধ্যমে আর ক্ষমতায় টিকে থাকা যাবেনা। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করবে।"
বিএনপি মহাসচিব বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়ের বাসভবনে হামলাকারী আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।