নরসিংদীর শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪১ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
এনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস, লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যোর মূল্য বৃদ্ধির এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নরসিংদীর শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপি'র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে শিবপুর কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু,খবিরুল ইসলাম বাবুল, শাজাহান মল্লিক,জেলা বিএনপির ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ।
এসম বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, এই সরকার অবৈধ সরকার, জনগণ ও দেশের কথা চিন্তা করে না। তাই দ্রব্যমূল্যর বৃদ্ধি করে দেশের টাকা লুটপাট করছে। আর বিএনপি নেতাকর্মীদের হত্যা সহ মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন করতে হবে।