জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে : আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, জনগণের মৌলিক অধিকার হরণকারী, ভোটের অধিকার, কথা বলার অধিকার হরণকারী সরকারের স্থান এদেশে হবেনা। সারাদেশব্যপী এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে যে গণজোয়ার শুরু হয়েছে, অচিরেই তারা সে জনস্রােতে ভেসে যাবে। আজকে বাজারে গেলে বুঝা যায় কি দেশের কি অবস্থা। প্রতিটি জিনিস অগ্নিমূল্য, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিশ্ববাজারে দাম কমার পরেও দেশে ডিজেল পেট্রল এর দাম বাড়ানো হয়েছে। জ্বালানী তেলের দাম বাড়ার সাথে সাথে প্রতিটি জিনিসের মূল্য আকাশচুম্বী। বাজার ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ নেই। ঘরে এসেও মানুষ লোডশেডিং এর কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারেনা। গ্যাস-বিদ্যুৎ পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির অসহনীয় তাপে দেশের মানুষ পুড়ে মরছে। অথচ সরকারের মন্ত্রীরা বলে জনগণ বেহেশতে আছে।
তিনি আরোও বলেন, সরকার দেশকে বেহেশত বানিয়েছ ঠিক কিন্তু তা লুটেরা, মুনাফাখোর ,দুর্নীতিবাজ সহ একটি নির্দিষ্ট গোষ্ঠির জন্য। যারা জনগণের রক্তচুষে কালো টাকার মালিক হয়েছে। দেশের অর্থনীতি ধংবস করে, দুর্নীতি ও লুটপাট এর মাধ্যমে জনগণের পকেট কেটে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এই বেহেশত থেকে মুক্তি চাই। বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে এই কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। রক্ত আমরা দিয়েছি প্রয়োজনে আরোও রক্ত দিব। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে।
তিনি গতকাল বিকেলে জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে বর্বরোচিত হত্যার প্রতিবাদে ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ।
৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম হীরামন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়া, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইকবালুর রহমান চৌধুরী, আবুল বাশার, মো. ইসকান্দর, সালামত আলী, নুরুল আলম লিটন, মনছুর আলম, মো. আলমগীর, সিরাজউদ্দৌলা, দানু সও:, ইব্রাহিম তালুকদার , মো. বাদশা, মো. ইমাম উদ্দিন মিয়া, খোরশেদ আলম, থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদল নেতা জমির উদ্দিন মানিক, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সাইদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, থানা যুবদলের সদস্য সচিব মোরশেদ কামাল,সদস্য সচিব মো. শহীদুজ্জামান, নুরন্নবী, মো. ফরহাদ, মো. বাবর, ইউসুফ আলী লিটন, নাছির উদ্দিন, মো. আনিসুজ্জামান, থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান আলফাজ, জাহাঙ্গীর আলম বাবলু, মো. জাবেদ, মো. সোলায়মান, মো. ইলিয়াছ, আনোয়ার সাদেক, মো. জয়নাল আবেদীন, মো.সরোয়ার, মো. জহুরুল ইসলাম জহির, কাইছার উদ্দিন, হোসাইন মোহাম্মদ মাসুম, আব্দুর রশিদ, মনছুর উদ্দিন, মনছুর আলম, শহীদুল ইসলাম ছোটন, আনিছুর রহমান ন,সাইদুল ইসলাম ইমন, মো. হান্নান, নাজিম উদ্দিন,দেদুল বড়–য়া, আব্দুল কাদের,মো. রুবেল,সাইফুল ইসলাম, মো.জাবেদ প্রমুখ।