গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১১:২২ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
জ্বালানী তেল, পরিবহন ভাড়া’সহ সকল দ্রব্য মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুর আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যা’র প্রতিবাদে শনিবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে লাংলুহাটে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নুহু আলম সরদারের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু, দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুর মোরশেদ, দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান হান্নান, স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিরুল ইসরাম মিঠু, দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মিজানুর রহমান হিলু, আবু তাহের খন্দকার, দিপু, শীষ, শহিদুল ইসলাম, শাহীন, লেমন, আনজু, মতি, নুরুল্লাহ আকন্দ, আব্দুল কুদ্দুস, মিনহাজুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক মন্ডল, মতিন মন্ডল, রুবেল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মশিউর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আলী, যুবদল নেতা সুলতান, খোরশেদ, স্বপন মন্ডল, লুৎফর, বাবুল, মনিক, সাইফুল, মুরাদ, গোলজার, রিপন, রুহুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, স্বেচ্ছাসেবকদল নেতা হান্নান, টুকু, রমজান, মেহেদী, নুরুন্নবী, খালেক, সানোয়ার, রবিউল, আওয়াল, সোহান, বারিকুল, কৃষকদল নেতা শাহীন, ফিরোজ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, যুগ্ম সাঃ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, ছাত্রদল নেতা মনির সরদার, সেলিম, সোহান, তারেক, রিজন, শুভ প্রমূখ।
এরপুর্বে বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে লাংলুহাটে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে লাংলুহাট চত্ত্বরে দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় অনুষ্ঠানিক ভাবে ফিতাকেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ সহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।