নিশিরাতের সরকারকে উৎখাত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফজলুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩১ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৬ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
গাজীপুর সদরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, খালেদা জিয়া আজ অসুস্থ তিনি জিয়াউর রহমান আদর্শএবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সংগ্রাম করে তার জীবনকে উৎসর্গ করেছেন সেই নেত্রীকে মুক্ত করতে হবে এবং এদেশ থেকে নিশিরাতের সরকারকে উৎখাত করে বাংলার জমিনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন এ গাজীপুর থেকে স্বাধীনতার প্রথম আন্দোলন শুরু হয়েছিলো এ সরকারের পতনের আন্দোলনে সারা দেশের সাথে গাজীপুর বাসিকেও তিনি আহবান জানান তিনি আরো বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার, গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, গ্যাস বিদ্যুৎ নিয়ে চক্রান্তকারী সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণকে সাথে নিয়ে সকল নেতাকর্মীকে সেই আন্দোলনে অংশ গ্রহণের আহবান জানান।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণ-পরিবহনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে-আলম ও আব্দুর রহিম এর হত্যা প্রতিবাদে আজ রবিবার বিকাল ৩টায় সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাধ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।