জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ফুলপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০নং বওলা ইউনিয়নের বওলা বাজারে গতকাল শনিবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেল,পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। ১০নং বওলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে বওলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান ফকিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোযার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল বাশার আকন্দ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত আলী, আমজাদ সরকার, এনামুল হক বাবুল উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বিপুল ফকির, বওলা ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান, ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিপন, নূরে আলম সিদ্দিকী, ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদল নেতা মোহাম্মদ আলী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল সহ ১০নং বওলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।