কুলিয়ারচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৩ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
জ্বালানি তেল এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সারা দেশে বিদ্যুৎ এর নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের মূল্য বৃদ্ধি, সার সহ জনগণের নিত্য পূর্ণের মূল্যবৃদ্ধি ও ভোলায় শান্তিপূণ্য মিছিলে পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যা করার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা-পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ, সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি, জনাব রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক, ভিপি হাজী ইসরাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক, নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক, হানিফ উদ্দিন রনক, জেলা যুবদল সভাপতি খুসরুজ্জামান জি এস শরীফ, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী শাহাদাৎ হোসেন শাহ আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সালাউদ্দিন খান শাহজাহান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, কুলিয়ারচর উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, জেলা ছাত্রদল সভাপতি, মোঃ মারুফ মিয়া, কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক, মোঃ কামরুল ইসলাম মুছা, কুলিয়ারচর উপজেলা ছাত্রদল সদস্য সচিব, আরমান উজ জামান সুজন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, নাঈম মিয়া, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব, সাব্বির আহমেদ তূর্য প্রমুখ।