শাহজাদপুরে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০২:১৭ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানি তেল, চাল, ডাল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে শাহজাদপুরে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ আগস্ট) শাহজাদপুর বিএনপি'র আয়োজনে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবন সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করে শাহজাদপুর বিএনপি'র নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে সমাবেশে উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফে'র সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র সদস্য, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম-সম্পাদক নুর কায়েম সবুজ, হারুনর রশীদ খান হাসান, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তাফা জামান, লিয়াকত আলী খান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক,আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন হিটলার,সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ম-আহবায়ক হাজী আয়ুব আলী, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপি'র বিএনপি নেতা আব্দুল জব্বার, আবুবক্কর রঞ্জু, মোঃ ইয়াছিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মোঃ আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, জিয়াউল হক সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, পৌর যুবদলের যুগ্ম-আহবাক কামাল হোসেন, আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, রহমত আলী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম শেখ, সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, জুয়েল, সদস্যা সচিব মাজহারুল ইসলাম মোজা, যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী, হোসাইন, মীর্জা স্বপন পৌর ছাত্রদলের আহবায়ক বাচ্চু,প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।