বদলগাছীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ এএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১১:০০ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, সার, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার চার মাথার মোড়ে উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি।
প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওগাঁ জাহিদুল ইসলাম ধলু, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির আহবায়ক রবিউল আলম বুলেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, কোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মুকুল, জিল্লুর রহমান মাষ্টার, মেজবাউল হক রাজা, রবিউল ইসলাম, রেজাউন নবী সান্ড, সাইদুল ইসলাম পিন্টু প্রমূখ।