পাইকগাছা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৪ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধি, সিমাহীন লোডশেডিং ও ভোলায় ছাত্র নেতা নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে গদাইপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলাল।
প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, এসএ রহমান বাবুল, আরশাফুল আলম নান্নু।
বিএনপির পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক এডঃ জি এ সাত্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামিম কবির, সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ জেলা বিএনপি ও পাইকগাছা উপজেলা বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।