নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
জ্বালানী তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের নগরকান্দা পৌর ও উপজেলা বিএনপি।
আজ শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে স্থানীয় হাসপাতাল চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ। স্মরনকালের বৃহৎ এ বিক্ষোভ সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবীতে একই স্থানে বেলা সাড়ে ১০টায় নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।