আজমান বিএনপির উদ্যোগে ভোলায় হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:১২ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশব্যাপী জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ হামলা, মামলা ও আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগের বিশ্বাস যোগ্যতা ও জনপ্রিয়তা তলানীতে এসে ঠেকেছে। দেশে বিদেশে কেউ তাদের বিশ্বাস করে না। তাদের কথা ও কাজে কোনও মিল নাই। তাদের দূর্ণীতি, লুটপাট, গণবিরোধী, অগণতান্ত্রীক কার্যকলাপের ফলে দেশ আজ মাফিয়া বাজিগরদের কবলে। মানুষের জীবন আজ বিপন্ন। এই অবস্থা চলতে পারে না।
প্রকৌশলী সালাউদ্দিন আরও বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে ভোলায় পুলিশ এলোপাথাড়ি গুলি করে নূরে আলম ও রহিমকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার একদিন এই দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী হাসিনার পতন সহ সকল ধরনের নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সাথে নিয়ে একটি সোনালী দিনের অপেক্ষায় এই দেশের কোটি কোটি জনতা। অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জাতির হৃদয়ে লালিত ও প্রতিক্ষিত স্বপ্নের সমাপ্তি ঘটবে।
গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) স্থানীয় স্পাইসি রেষ্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে আজমান বিএনপির সাবেক সভাপতি শেখ সেলিম সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম সম্পাদক ও মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই'র সভাপতি নুরুন্নবী করিম বাবলুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব।
বক্তব্য রাখেন, ইউএই বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও আজমান বিএনপির সিনিয়র সহ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, ইউএই বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ, নির্বাহী সদস্য আলম গফুর, আনোয়ার হোসেন, শারজাহ বিএনপি'র সহ সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক এরশাদ শাহিন, দুবাই আল আবির বিএনপির সভাপতি সোহেল চৌধুরী, আজমান যুবদল নেতা তাজুল ইসলাম, শারজাহ যুবদলের সহ সভাপতি আব্দুল হান্নান, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা হাসান মাহমুদ, আরাফাত, এনাম, এরশাদ, বাচ্চু, মুবিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে আজমান বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।