শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আরও এক আসামি যুবদল নেতা জাবিদ রায়হান লাকী (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের ২নং ওয়ার্ড তুলমীডাঙ্গা গ্রামের মৃত কওসার আলী সরদারের ছেলে। ইতোপূর্বে ওই মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামি পৌর যুবদলের সাবেক সফল সভাপতি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
যুবদল নেতা লাকীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সাতক্ষীরা কারাগারে তিনি এসব রোগ নিয়ে কারাভোগ করছিলেন। সম্প্রতি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা কারারক্ষী পুলিশের হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ওই একই মামলার অস্ত্র ও বিস্ফোরক ধারায় স্বাক্ষী গ্রহণ শুরু হলে তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে তাকে আবারো সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। এরপর কিছুদিন পরে তিনি আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে কারারক্ষি পুলিশ হেফাজতে ভর্তি করা হয়। সেখানে বিগত ১৫ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই সময় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
শনিবার আসর নামাজের পর মরহুমের নিজ বাড়ি কলারোয়া পৌর সদরের ২নং ওয়ার্ড তুলশীডাঙ্গা গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সদ্য নিহত জাবিদ রায়হান লাকী কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সর্বশেষ পৌর যুবদলের সফল সভাপতি ছিলেন বলে উপজেলার বিএনপি'র সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দীন জানান।