আলফাডাঙ্গায় বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২১ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর বাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার ন্যায় বিচার দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।
আলফাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। যুবদল নেতা কামরুল ইসলাম দাউদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মো:আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ গোলাম মহিউদ্দিন ও পৌর যুবদলের আহ্বায়ক মো: নজরুল ইসলাম ছোট নজরুল প্রমুখ।
এর আগে পৌর এলাকা হিদাডাঙ্গা সুইচ গেটের পাশে পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন শাহ মো: আবু জাফর।
অপরদিকে উপজেলা বিএনপির আরেক অংশ পৌর এলাকায় শ্রীরামপুর গ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম।