বগুড়ায় ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ প্রতিটি দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ২২ আগষ্ট থেকে প্রতিটি জেলা/ মহানগর, প্রতিটি উপজেলা / থানা ও প্রতিটি পৌর এলাকায় প্রতিদিন বিক্ষোভ, সভা, সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করার আংশ হিসেবে গতকাল শুক্রবার (২৬ আগস্ট) বগুড়ায় ০২,১৮ ও ২১নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিক্ষোভ সমাবেশ এর কর্মসূচি গ্রহণ করা হয়।
০২ ও ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে স্থানীয় বটতলায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক বগুড়া পৌর সভার সম্মানীত মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,জেলা মহিলা দল সভাপতি লাভলী রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোর্শেদ মিটন ও সাংগঠনিক সম্পাদক ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলায়মান আলী,জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সরকার মুকূল, উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সদিদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ কুদ্দুস চান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিঃ সহ সভাপতি সাবেক সাংসদ মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুবর রহমান বকুল, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ মিটন ও মোঃ সোলায়মান আলী, জেলা শ্রমিক দল সভাপতি আঃ ওয়াদুদ, সমাবেশ পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হোসেন আলী।
উক্ত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।