মাদক সেবন নিয়ে ঢাবির হলে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মাদক সেবনকে কেন্দ্র করে মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আজ শুক্রবার রাত ১টার দিকে হল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা যায়, হলো ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সমর্থক ও মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ জামান বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামাল উদ্দিন রানার পৃষ্ঠপোষকতায় হলের ছাদে মদের আসর বসান। এই আসর একটা পর্যন্ত চলে।
এরপর হলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সমর্থক ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাহী, শান্তসহ প্রায় ২০-২৫ জন নেতাকর্মী বিয়ার খাওয়ার জন্যে হলের ছাদে যান। তারা সেখানে উচ্চৈঃস্বরে গান গাইতে থাকলে হঠাৎ বাকবিতন্ডায় জড়ায় দুই গ্রুপ।
বাকবিতন্ডার এক পর্যায়ে ফরিদ রাহীকে চড় দিলে তা হাতাহাতির রূপ নেয়। এতে গুরুতর আহত হন সাধারণ সম্পাদক গ্রুপের শান্ত নামের এক কর্মী এবং আহত হন কমপক্ষে দশজন। হাতাহাতির এক পর্যায়ে সভাপতি কামাল উদ্দিন রানা সেখানে উপস্থিত হলে রুবেলের সমর্থকরা তার ওপরও হামলা করে। এতে তিনিও সামান্য আহত হন।
এরই মাঝে খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের কমপক্ষে শতাধিক নেতাকর্মী হল প্রাঙ্গণে উপস্থিত হয়। সভাপতি গ্রুপের ২য় বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত সোপান ও সাধারণ সম্পাদক গ্রুপের থিয়েটার অ্যান্ড পার্ফর্মেন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ মুমতারিন অথৈ প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্টাম্প, রড নিয়ে আসার কাজে নেতৃত্ব দেয়। তাৎক্ষণিকভাবে অনেকেই স্টাম্প ও রড নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহড়া দিতে শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হলে, তা থামাতে এগিয়ে আসেন কামাল উদ্দিন রানা ও রুবেল হোসেন। পরে রাত আড়াইটার দিকে উভয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার ব্যাপারে সভাপতি কামাল উদ্দিন রানাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, হলের ছাদে জুনিয়র শিক্ষার্থীরা উচ্চস্বরে গান গাওয়া নিয়েই ঝগড়ার সূত্রপাত ঘটে। আমরা গিয়ে তাদের থামিয়ে দিয়েছি।
রুবেল হোসেন বলেন, জুনিয়রদের নিজেদের মাঝে ভুলবুঝাবুঝি হয়েছিলো, আমরা তার সমাধান করে দিয়েছি। উল্লেখ্য, কিছু দিন আগেও হলের ৩য় তলায় রুম দখলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে হলে রড স্টাম্প নিয়ে মহড়া দিতে দেখা গিয়েছিল সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের।