সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন এর তত্ত্বাবধায়নে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ছামাদ ও সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ জুবাইর, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সদস্য সচিব আজিজুল হক রাসেল এর নেতৃত্বে আজ শুক্রবার বিকেল ৪টায় সাতকানিয়া সদর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।