চানঁগাও থানা জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বালানি তেল, গণপরিবহনের ভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার চট্টগ্রাম চানঁগাও থানা জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর চন্দগাঁও, বহদ্দারহাট কাপ্তাই রাস্তা মাথায় গিয়ে শেষ হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন, চট্টগ্রাম মহানগর কৃষক দল যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম উদদীনের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন রাখেন, কৃষক দল চট্টগ্রাম মহানগর সদস্য সচিব কামাল পাশা নিজামী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাজ, ফারুকী নোমান, মোহাম্মদ অভি প্রমুখ নেতৃবৃন্দ।
আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন বলেন, জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গোটা দেশে গণরোষ ছড়িয়ে পড়ছে। তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে, তারা জুলুমবাজ ও গণবিরোধী।
শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমার পরও তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।তিনি সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।