জ্বালানি তৈল ও দ্রবমূল্য বৃদ্ধিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:১৬ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জ্বালানি তৈল পরিবহন ভাড়া সহ দ্রবমূল্য বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ধামরাইয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জ্বালানি তৈল পরিবহন ভাড়া সহ দ্রবমূল্য বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যা কান্ডে বিক্ষোভ মিছিল করেছে। ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহাম্মদের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহাদ মিয়া, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ প্রমূখ। বিক্ষোভ মিছিল টি ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়।