ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ও সোহাগী ইউনিয়নে ওই বিক্ষোভ মিছিল দুটি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিকাল ৪ টায় সরিষা ইউনিয়নে এবং বিকাল ৫ টায় সোহাগী ইউনিয়নের বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমে আসে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন দুটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশ দুটি মহাসমাবেশে পরিণত হয়। শনিবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নেও বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। গত মঙ্গলবার মাইজবাগ ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্চাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদল নেতা অ্যাড. সারোয়ার জাহান, মোজাম্মেল হক নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, সরিষা ও সোহাগী ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।