ভোলায় যুবদল নেতার পৈতৃক বাগানের সুপারি লুটে আ'লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ পিএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গতকাল বৃহস্পতিবার ভোলার দৌলতখানে যুবদল নেতার পৈতৃক বাগানের সুপারি লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগান মালিক বাদী হয়ে ৩জনকে অভিযুক্ত করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ২০০৮ সালে আ'লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা ক্ষমতার দাপটে বিভিন্ন সময় ভুক্তভোগীর উপর নানাবিধ নির্যাতন চালায়। এরই ধারাবাহিকতায় মোঃ রফিকুল ইসলাম হাওলাদার চিকিৎসার জন্য ঢাকায় গেলে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আলাউদ্দিন গংরা ভুক্তভোগির বাগান থেকে সুপারি লুট করে নিয়ে যায়। পরে রফিকুল হাওলাদার ইসলামের ভাই তোফাজ্জল হোসেন সুপারি লুটে বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারপিট করতে তেড়ে আসেন। এ সময় তোফাজ্জল হোসেনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তাকে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আলাউদ্দিন গংরা বাগানের সুপারি লুট করে নিয়ে যায়।
অভিযুক্তরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে আলাউদ্দিন (৪৫), দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবুল বাশার হাওলাদারের ছেলে হারুন মেম্বার (৪০)।
অভিযোগে আরো জানা যায়, অভিযুক্তরা অতিতেও নানা অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছে। জুলুমবাজ, লাঠিয়াল সর্দার, অন্যের সম্পত্তি জোড়পূর্বক দখল করা আলউদ্দিন গংদের নেশা ও পেশা। ওই এলাকার বাসিন্দা, তুষার ও হাবিবুল্লাহ জানান, আলাউদ্দিন, হারুন মেম্বার ও ভোলা ২ আসনের সাংসদের আত্মীয় হওয়ায় তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। রফিকুল ইসলাম হাওলাদারের বাগানে বর্তমানে ৬শতাধিক সুপারি ও নারিকেল গাছ রয়েছে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে রকিবুল হাসান হাওলাদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনে জানান, অভিযোগ দিয়ে থাকলে পুলিশ ঘটনাস্থলে যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।