কলমাকান্দায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতাদের দেখতে যান এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ এএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গত ২৪ আগস্ট নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর বাজারে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলায় আহতদের দেখতে যান।
আজ শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান তিনি এবং তাদের অবস্থার খোঁজ খবর নেন দ্রত সুস্থতা কামনা করেন।
আহতদের কাছে তিনি হামলা এবং পরবর্তী তান্ডব শুনেন। এমরান সালেহ্ প্রিন্স ন্যাক্কারজনক এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার দাবি করেন।
এমরান সালেহ প্রিন্স হামলা পরবর্তীতে হাট গোবিন্দপুর বাজারে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের দোকানপাটে ব্যাপক লুটপাট ও খারনৈ ইউনিয়নের বাওসাম বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ওবায়দুল হকের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটেরও নিন্দা ও ধিক্কার জানান এবং লুটপাটকারীকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
সন্ত্রাসীদের এলোপাতাড়ি রামদার কুপে গুরুতর জখম হয় মমজত আলী (৪৭)সাবেক ইউপি মেম্বার,মোঃইসমাঈল হোসেন(৩৬) এবং খলিল মিয়া(২৬),এছাড়াও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলি আক্তার ও ইব্রাহিম মিয়া আহত হয়।