এই সরকার জনগণকে নিয়ে হাস্যকর কথা বলে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ২৬ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপি যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যসহ সকল কিছুর ঊর্ধ্বগতির প্রতিবাদ করছে তখন এই সরকার জনগণকে নিয়ে হাস্যকর কথা বলে। জনগণের নাকি আয় উপার্জন বেড়েছে। আয় উপার্জন সাধারণ জনগণের বাড়েনি, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুট-পাটের মাধ্যমে আয় উপার্জন বেড়েছে।
আজ শুক্রবার সকালে জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর পৌর বিএনপির অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে যারা রিক্সা, অটো ও সিএনজি চালায়, দিনমজুরের কাজ করে তাদের অবস্থা দিন দিন আরও কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। আগে যে জিনিসপত্রের দাম ছিল এখন তা তিনগুন বাড়ানো হয়েছে, সরকার এর কোন ব্যবস্থা নেয় না। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। তাই এই সরকার সাধারণ জনগণের কথা চিন্তা না করে লুট-পাটে ব্যস্ত হয়ে পড়েছে। আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
এর আগে শহরের ভোকেশনাল মোড় থেকে ৬নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাসটার্মিনাল এলাকায় গিয়ে সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।