আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
অবৈধ সরকারের লুটপাটের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট এর কারণে জনগণ হাহাকার করছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এই সরকারকে অচিরেই বিদায় করতে না পারলে জনগণের জন্য ভয়াবহ দুর্ভিক্ষ অপেক্ষা করছে। গুম, খুন ও গ্রেফতার আতঙ্কে অতিষ্ঠ জনজীবন। স্বৈরাচারী কায়দায় এভাবে একটি দেশ চলতে পারে না।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির মিড়িয়া সেল ও পররাষ্ট্র বিষয়ক সদস্য, চট্টগ্রাম-০৫ সংসদীয় আসনের ব্যারিস্টার মীর হেলাল এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতির করে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের এই চরম সংকট উত্তরণ সম্ভব নয়। মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ জুলুমবাজ ও রাষ্ট্রবিরোধী সরকারের পতন ঘটানো হবে। দেশনায়ক তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে দেশের মানুষ বিএনপির কর্মসূচির সাথে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হয়েছে।
২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলমের সঞ্চালনায় প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন বলেন, দেশের জনগণ আজ অবৈধ সরকারের কারাগারে বন্দি। অবৈধ সরকারের বন্দিশালা থেকে মুক্তির জন্য আগামীতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অবৈধ ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, আবু ফয়েজ, এস এম জি আকবর, মহানগর ছাত্রদল সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী, থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর নগর যুবদলের সহ সভাপতি আব্দুল করিম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, থানা যুবদলের সভাপতি অরুপ বড়ুয়া, নগর যুবদলের সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সহ দপ্তর জহিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আলাউদ্দিন মহসিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে সাব্বির আহমেদ, এমএ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পী, মহানগর ছাত্রদলের সদস্য আল মামুন সাদ্দাম, মহানগর মহিলা দলের নেত্রী রোকসানা মাধু, নাছিমা আলম। থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল সিদ্দিক রনি, থানা ছাত্রদলের আহবায়ক এস এম নোমান, সদস্য সচিব সৈয়দুর রহমান আকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম মনিরুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিল ২নাম্বার জালালাবাদ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষক দলসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।