সাতকানিয়ায় ১ ও ৫ নং ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন এর নির্দেশে ১নং চরতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুস মেম্বার এবং সদস্য সচিব আবু সৈয়দ মেম্বারের যৌথ নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তুলাতলী থেকে দুরদুরী চত্বরে পযর্ন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ১নং চরতী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইষ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন এর নির্দেশে ৫নং আমিলাইষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহাবুবুর রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ ওয়াহেদ উদ্দীনের যৌথ নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আমিলাইষ পূর্বডলু থেকে আমিলাইষ পূর্বডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এবং সমাবেশ করে।
এসময় ৫নং আমিলাইষ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।