সেনবাগে জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০১ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দূর্বিসহ লোডশেডিং, জ্বালানী তেল ও পরিবহন ভাড়া সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবকদলের নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্লা বিএসসির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফহুইপ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউচুপ মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লা আল মামুন, নোয়াখালী জেলা বিএনপির নেতা নুরনবী বাচ্চু, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, বিএনপির নেতা শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, বিএনপির নেতা আকরাম হোসেন, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নেতা অহিদুর রহমান, বিএনপির নেতা ভিপি জাহাঙ্গীর, জিএস শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমু, বিএনপি নেতা ইরফান উদ্দিন তপন মাহমুদ প্রমুখ।