তারাকান্দায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জ্বালানী তেল, পরিবহনের ভাড়া, সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কতৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বটতলা বাজারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার।
আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আসাদুজ্জামান মন্ডল, রাকিব তালুকদার, রাসেল মন্ডল, মামুন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, যুগ্ম অহবায়ক জহিরুল হক আল আমিন, তারাকান্দা উপজেলা ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, উপজেলা শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাকিব খান, বানিহালা ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন তালুকদার, হাসিম ডাক্তার, আব্দুল করিম, মজনু, নজরুল খান, মকবুল মেম্বার, যুবদল সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার ও শাহজাহান, রাজিব, ছাত্রদল নেতা মিজান আকন্দ, মোন্তাসির আহমেদ শাফি, কায়েস প্রমূখ।
এ ছাড়া রামপুর ইউনিয়নে চারিয়া বাজারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিলে নেতৃত্বদেন তারাকান্দা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক নূরে আলম, আফতাব, দুলাল মিয়া,বাবুল, মজনু, মঞ্জুরুল, আবু সাঈদ ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অপরদিকে গালাগাঁও ইউনিয়নের পাকুরীতলা (টেলাটেলী) বাজারের মিছিলের নেতৃত্বদেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সহ-সাধারণ সম্পাদক ও তারাকান্দা উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (মাষ্টার), উপজেলা বিএনপি নেতা সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, ডা: আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম জুয়েল ও শামীম আহমেদ। মিছিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।