অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : মাহবুবের রহমান শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এত দিন উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিয়ে আসছিল। সরকারের সেই উন্নয়ন এখন লোডশেডিংয়ে চলছে। জনগণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা না করেই নিত্যপণ্যের দাম জ্যামিতিক হারে বৃদ্ধি করেছে। আবারো সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থনীতি ধ্বংস করে দেশে এখন চলছে ভয়ঙ্কর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি তেলের এখন চরম সঙ্কটাপন্ন। অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার বিকালে নগরীর বিআরটিসি মোড়ে এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি নগরীর বিআরটিসি মোড় থেকে শুরু করে বাটালী রোড়, এনায়েত বাজার মোড়, জুবলী রোড় হয়ে তিন পুল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মাহবুবের রহমান শামীম বলেন, দেশে সর্বগ্রাসী সংকটের মূলে সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ও দুঃশাসন দায়ী। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এখন নিজেদের ব্যর্থতা আড়াল করতে লাগামহীন মিথ্যাচার করছে। তিনি ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন অন্যথায় শেচনীয় পরিস্থিতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে।
এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মানুষ এখন চরম অর্থনৈতিক সংকটে। তাদের আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্রাম শহরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, চুরি ডাকাতি হচ্ছে। মানুষ আজ অসহায়। সাত দিনের বাজার করতে গিয়ে দাম শুনে বিচলিত হয়ে তিন দিনের বাজারও করতে পারছে না। সার, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে কৃষক ধান উৎপাদন নিয়ে দিশেহারা।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খাঁনের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানের সঞ্চালনায় গণ-মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, নগর বিএনপির সাবেক সহসভাপতি এম এ হান্নান, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম, বিএনপি নেতা আলমগীর আলী, মুছা আলম, এনায়েত উল্লাহ, নজরুল বাবু, সালেহ আহম্মদ, ওসমান সরওয়ার সেন্টু, মো. সেলিম খান, মহানগর, থানা, ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নওশাদ, আবদুল্লাহ আল মামুন, মো. তারেক আহমদ, মো. হাসান মো. জহির, আবদুল্লাহ আল হাসান সোনা মানিক, আবু সালেহ আবিদ, আনিছুল ইসলাম রুবেল, আবু সুলতান সানি, মো. ফয়সাল, মেহেদি হাসান দিপু, আসরাফুল ইসলাম অনিক, মো. মামুন, ওমর ফারুক, দুলাল মিয়া, মো. মোকসেদ, আবু তাহের, মো. জাহেদ, মো. সাইফুল, সিরাজ খান রাজু, প্রমূখ।