ফেনীর ছাগলাইয়ায় শুভপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার দলীয়দের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীর ছাগলনাইয়া থানাধীন শুভপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে সরকার দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।
দলীয় সুত্র জানা যায়, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সরকার দলীয় নেতা কর্মীরা হামলা করে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম সোহাগ, ইউনিয়ন যুবদলের সাধারণ আবুল কালাম সহ অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন।
ঘটনার খবর শুনে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ। তিনি আহত নেতাকর্মীদের ছাগলনাইয়া ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করান ও আহতদের খোঁজ খবর নেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম ফেনীর জমিনকে জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি বলে তিনি নিশ্চিত করেন।