কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাতকানিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:০৭ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাতকানিয়া উপজেলার এওচিয়া- মার্দাশা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানী তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিমের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে আজ আগস্ট বিকেল ৪টায় দেওদীঘি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য, মাদার্শা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ সারা দেশে এই অগণতান্ত্রিক সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আমাদের সাতকানিয়ায় এই ভোট বিহীন অবৈধ স্বৈরাচারী বিরুদ্ধে গণআন্দোলন শুরু করতে হবে, সকল নেতাকর্মী ও সাধারণ আমজনতা কে সাথে নিয়ে রাজপথ দখল করতে হবে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই গণবিরোধী সরকারের পতন অনিবার্য।
এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ রহিম, যুগ্ম আহবায়ক আবদুর রহিম মেম্বার।
আরো উপস্থিত ছিলেন, মাদার্সা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন, সিরাজুল হক, শাহ আলম, জালাল উদ্দীন, এওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদুল হক, সিকান্দার বাদশা, আজিজুল হক সওদাগর, আব্দুল জলিল, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, সাতকানিয়া যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ জমির, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সায়মুন খান হৃদয়, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাশেদ, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, মাদার্শা ইউনিয়ন ছাত্রদল নেতা মিনহাজুল হক সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিলটি মাদার্শা তাজমহল কমিউনিটি সেন্টারের থেকে দেওদীঘি চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়, পরে দেওদীঘি চত্বরে সমাবেশ করা হয়।