ধাক্কা দিতে হবে না ফু দিলেই সরকার উড়িয়ে যাবে : সাবেক এমপি স্বপ্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চলমান কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম সর্বক্ষেত্রে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। ধাক্কা দিতে হবে না ফু দিলেই সরকার উড়িয়ে যাবে। দেশের মানুষ জেগে উঠেছে আর সরকারের পতন ঠেকানো সম্ভব নয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহিন আকতার,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদ রানা পাটোয়ারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হাবিবুল হক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক একেএম তাজুল ইসলাম ডালিম, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম দুলু,ও ছাত্রদলের আহবায়ক ইবনে সাঈদ সুজন বক্তব্য দেন।
কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কমীরা সমাবেশে যোগ দেয়।