কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকালে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র ঘাগটিয়াস্থ বাড়ি আঙ্গিনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ প্রফেসর রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, জেলা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির প্রমূখ। সমাবেশে বক্তারা সকল ক্ষেত্রে ব্যর্থ এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান।
সমাবেশে উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহন করেন।