ফরিদগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১৬ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
পুলিশের বাধা উপেক্ষা করে আজ বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।
জ্বালানী তৈল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার দুপুরে চাঁদপুর - ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারিকেল তলা থেকে শতশত নেতাকর্মীদের নিয়ে বের হওয়া ওই মিছিলটি খেজুর তলা নামক স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উক্ত মহাসড়কে কিছুটা সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ উক্ত স্থানে বিএনপির মিছিল ও পথসভার অনুমতি না থাকায় বিএনপির উক্ত কর্ম সূচী বন্ধ করার জন্য সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে অনুরোধ জানান। পুলিশের এমন অনুরোধ উপেক্ষা করেই সাবেক ওই এমপি নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণ ভাবে বিএনপির দেয়া সকল কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে জ্বালানি তৈল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য বর্তমান সরকারের ব্যর্থতাকে দায়ী করে ক্ষোভ ও প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একটি গ্রুপের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলাল কোম্পানি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটোয়ারী, ছাত্র দলের নেতা ফজলুর রহমান, মোঃ হান্নান।
বিএনপির এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় কর্মসূচি শেষে সাবেক ওই এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে ১৫ নং রুপসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জলিলের প্রয়াত বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে যোগ দেন।