সাভার থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১২ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
সাভারে জ্বালানি তেল পরিবহন ভাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ আগস্ট) সকালে সাভার থানা বিএনপির উদ্যোগে কলমা বাসস্ট্যান্ড এলাকায় সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলমা বাসস্ট্যান্ডে নিকট থেকে শুরু হয়ে আনারকলি বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।
এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিটুসহ বিএনপি, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শরীফুল আলম, জেলা বিএনপির সহ-সম্পাদক মোক্তার মন্ডল, ও ঢাকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।