এমপি ও নেতারা নিজেদের বাঁচাতে আবারো ক্ষমতায় আসার জন্য ফন্দি-ফিকির আঁটছে : সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৭ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশের জনগণ যখন ক্ষোভে উত্তাল, তখন বর্তমান সরকারের মন্ত্রী-এমপি-নেতারা নিজেদের বাঁচাতে এবং আবারো ক্ষমতায় আসার জন্য ফন্দি-ফিকির আঁটছে। তারা দেশ-বিদেশের বিভিন্ন দরজায় ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, দরজায় দরজায় ধর্ণা দিয়ে লাভ হবে না, দেশের মানুষ জেগে উঠেছে, জনগণ মুক্তি চায়, হারানো ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার ফিরে পেতে চায়।
আবদুস সালাম বলেন, জনগণ যখন রাজপথে নেমে আসে তখন সকল অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন বানের পানির মতো ভেসে যায়।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ নিউ সুগন্ধা কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ১৪, ১৫, ১৬, ১৭ এবং ২২ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সরকারের উদ্দেশ্যে বলেন, ভালোয় ভালোয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, না হলে পালাতেও পারবেন না। জনগণ আপনাদের খুঁজে বের করবে এবং এই মাটিতেই বিচার করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম প্রধান ইউনুস মৃধার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সাত্তার, সদস্য আব্দুল আজিজ, আবুল খায়ের লিটনসহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা রফিকুল আলম মজনু বলেন, আমরা আন্দোলন করছি গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা বিশ^াস করি তার নেতৃত্বেই এদেশে আবার গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নিউমার্কেট থানাধীন ১৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নিউমাকেট থানাধীন ১৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির নিউ সুগন্ধা কনভেনশন হলে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম প্রধান লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এম এ হান্নান, অ্যাড. মকবুল আহমেদ সর্দার, শেখ মোহাম্মদ আলী চায়না, হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীসহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে কলাবাগান থানাধীন ১৭ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি মোঃ আশরাফ হোসেন আলম, সাধারণ সম্পাদক মোঃ মেছবা উদ্দিন আহম্মেদ। হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি নুরুল হক আরজু, সাধারণ সম্পাদক হাজী মোঃ ফারুক হোসেন, ১৪ নং ওয়ার্ড-সভাপতি জাহাঙ্গীর আলম।