রাজশাহীর বোয়ালিয়া থানার উদ্যোগে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোলাই ছাত্রদল সভাপতি নুরে-আলম, স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার উদ্যোগে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুবনমোহন পার্ক এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহমখদুম থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনি সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানার সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, নগর যুবদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদে জামান সুমন, রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপন, সভাটি পরিচালনা করেন যুবদলের সাবেক আহবায়ক কেন্দ্রীয় সদস্য আব্দুল কাদের বকুল।
সভায় বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম অনতিবিলম্বে কমাতে হবে, জ্বালানি তেলসহ প্রত্যেকটি দ্রব্যের মূল্য কমাতে হবে, শিশু খাদ্য দুধ সহ ঔষধেরদাম কমাতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে ক্ষমতাচ্যুত করা হবে, জনগণকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।