তারাকান্দায় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জ্বালানি পরিবহন ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় ১০ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ উপজেলার মাঝিয়ালী বাজারে ৩/৪/৫ নং ওয়ার্ডে উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম আমিন ইসলাম, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক রিয়াদ মন্ডল, কলেজ ছাত্রদল সদস্য সচিব মামুন ফকির, শ্রমিকদলে আহবায়ক পাভেল মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার তালুকদার, হাসিম ডাক্তার, হাসিম মিয়া, যুবদল সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মাজেদুল হক, ছাত্রদল নেতা শিফাত, শাফি, মুন্তাসির।
অপরদিকে কাকনী ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা ডা: আজিজুল হক, শাজেদুল করিম খোকন, জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এএইচএম জুয়েল। এছাড়াও কামারগাও ইউনিয়নের চংনাপাড়া বাজারে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হক সরকার,সিনিয়র সহ-সভাপতি সাইদুল ফকির ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। অপরদিকে গালাগাও ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন আলী মেম্বার ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং তারাকান্দা সদর ইউনিয়নের কোদালদর বাজারে ও বালিখাঁ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।