গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন। দেশে এখন চরম ক্লান্তি কাজ চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করছে। শহর থেকে মানুষ গ্রাম মুখি হচ্ছে। অভাবের তাড়নায় মানুষের চরম নৈতিক অব অবক্ষয় হচ্ছে। দিন দুপুরে খুন-রাহাজানি বেড়ে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, গুপ্তহত্যা, নির্যাতন, মামলা -হামলা চলছে। রাষ্ট্রীয় নির্যাতনের "আয়না ঘরের" সন্ধান পাওয়া যাচ্ছে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বললে আইসিটি এক্ট মামলা হচ্ছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ আজকে তাদের মৌলিক ও গনতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা জেলায় দুই নেতা হত্যার প্রতিবাদে খুলশী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের উপর বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি আজ সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যায়ন বৃদ্ধির সাথে সাথে সবকিছু আজ চরম ঊর্ধ্বগতি।
খুলশী থানা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল সাত্তারের সভাপতিত্বে নগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হালিম শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবার বিএনপি যুগ্ন আহ্বায়ক এস.কে খোদা তোতন, নাজিবুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ার বেগম মনি, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, তোফাজ্জল হোসেন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মনির হোসেন, আমানুল্লাহ আমান, ১৪ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি এডভোকেট কাশেম মজুমদার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, আসাদুজ্জামান দিদার, আব্দুল আহাদ রিপন, নেতা সুরুস মিয়া, অ্যাডভোকেট লিটন, তানভীর মল্লিক, নূর হোসেন উজ্জল, নগর ছাত্রদের নেতা, আসিফ চৌধুরীর লিমন, সামিয়াত আমিন জিসান প্রমুখ নেতৃবৃন্দ।