সাধারণ মানুষের কথা না ভেবে সরকার লুটপাটে ব্যস্ত : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৫৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষের আজ কোন কিছুতেই যেন স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সকল কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। সাধারণ মানুষের কথা না ভেবে সরকার ও তার এমপি-মন্ত্রীরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন।
তিনি বলেন, সরকার এতদিন বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেছেন দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারাদিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন? আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার কোনো ব্যবস্থা নেয় না। কারণ সরকার বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন নাই।
মামুন আরও বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই তারা নিজেদের ইচ্ছেমত সব কিছু পরিচালনা করছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। মানুষ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনে সরকারকে ক্ষমতার মসনত থেকে সরাতে সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে জামালপুর শহর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
আজ মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, শহর বিএনপি নেতা মাইন উদ্দিন বাবুল, মমিনুর রহমানু প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির অন্তর্গত ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।